প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ১৯:১৪ (সোমবার)
রঘু ডাকাতের প্রেমে পাগল

ছবি: সংগৃহিত।

‘ধূমকেতু’-র রেশ না কাটতেই মুক্তি পেয়েছে দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। একইসঙ্গে প্রকাশিত হয়েছে ছবির একটি গানও। আর এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে দেবের পুরনো লুকের কিছু ছবি।

ছবিগুলোতে দেখা যায়, খালি গায়ে বিছানার ওপর শুয়ে আছেন দেব। হাতে শুধু ঘড়ি, একমুখ দাড়ি আর গম্ভীর দৃষ্টি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

এই লুক ‘রঘু ডাকাত’ চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে ধারণ করেছিলেন অভিনেতা।

যদিও সম্প্রতি তিনি ছবির শুটিং শেষ করে ‘ধূমকেতু’র প্রচারের জন্য ক্লিন শেভড হয়েছিলেন।

তবে নতুন ছবিগুলির মাধ্যমে আবারও সেই পুরনো লুক ফিরিয়ে আনলেন।

দেবের এই লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাসে ভাসছেন।

এক নারী ভক্ত মন্তব্য করেছেন, ’বাবার বয়সী একজনের প্রেমে পড়ে যাচ্ছি, দিন দিন কতটা নির্লজ্জ হলে এরকম হয়!’

আরেকজন লিখেছেন, ’টেম্পারেচার আবার বেড়ে গেল। সো হট।’

কেউ লিখেছেন ’পরান যায় জ্বলিয়া রে।’

কেউ আবার মজা করে লিখেছেন ’রঘু এখন ল্যাদ খেতে ব্যস্ত।’

সব মিলিয়ে দেবের ছবি ঘিরে চারদিকে তৈরি হয়েছে উষ্ণতা।

এদিকে, দেবের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূমকেতু’ দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। পরিচালকের আশা, আগামী সপ্তাহে আয় আরও বাড়বে। গোটা টিম বর্তমানে ছবির সাফল্য উদ্‌যাপন করছে।

তবে ছবির সাফল্যের মাঝেই দেব-শুভশ্রী জুটির মধ্যে নতুন করে তৈরি হয়েছে দূরত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ”২০২৫ সালে দাঁড়িয়ে হয়তো শুভশ্রীকে ‘ধূমকেতু’র জন্য বেছে নিতাম না। মা হয়ে যাওয়ার কারণে ওর সেই ইনোসেন্ট ভাবটা হারিয়ে গেছে।”

দেবের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শুভশ্রীও জবাব দিতে পিছপা হননি।