প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ২১:০৭ (সোমবার)
পুনরায় প্রেমে পড়েছেন পরীমনি!

ছবি: সংগৃহিত।

বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্থিরচিত্র পোস্ট করে নতুন প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন। ছবিতে পরীমনি কালো সানগ্লাস পরে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে দেখা যাচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”

মাঝে মধ্য, পরীমনির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এ–ও জানা যায়, কয়েক মাস আগে তাদের সম্পর্ক ভেঙে গেছে। তবে ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনে সাদীকে উপস্থিত দেখায় আবারো বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।

পরীমনির পোস্টের পর ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?”, কেউ আবার লিখেছেন, “ভালোবাসাই শক্তি।” অনেকে প্রশ্ন করেছেন, “কে সে?”। তবে পরীমনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

পরীমনির ব্যক্তিগত জীবন নতুন নয়—তাঁর প্রেমের সম্পর্কগুলো প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় তিনি নায়ক শরীফুল রাজ-এর সঙ্গে পরিচয় পান। পরিচয় থেকে প্রেম, পরে তাদের একটি ছেলেসন্তান হয়। প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কের ফাটল ধরে।

বর্তমানে পরীমনি সন্তান ও কাজের জন্য ব্যস্ত। এদিকে রাজও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে তারা দেখা করেন।

পরীমনি তার খেয়ালখুশি অনুযায়ী চলতে পছন্দ করেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এ জীবনধারা স্পষ্টভাবে প্রকাশ পান।