প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ২১:৪২ (সোমবার)
মাধবপুরে সেনা অভিযান, ফেনসিডিল গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ছবি: সংগৃহিত।

হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো- জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে সুজন মিয়া (২০)।

পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন,'আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।