প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ ১৪:৪৯ (বৃহস্পতিবার)
মহালয়া উৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহিত।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারো ৪ দিন ব্যাপী মহালয়া উৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দ আয়োজিত সাপ্তাহিক প্রস্তুতি সভা  শুক্রবার  সকালে সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।  

পরিষদের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট আয়কর আইনজীবী সুব্র্র্র্রত কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়ক  অব. শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী নিধীর রঞ্জন সূত্রধর, সমাজসেবী, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা অব. ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, যুগ্ম সমন্বয়কারী অব. ব্যাংকার অশোক কুমার রায়, সহ সভাপতি অব. শিক্ষক সিতাংশু বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, শাবিপ্রবি কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, সত্যপ্রিয় দাস শিবু, কবি তারেশ কান্তি তালুকদার, অব. ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, ব্যাংকার মতিলাল মালাকার, পৃষ্ঠপোষক শিক্ষক পাচু মোহন বিশ্বাস, অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, ব্যবসায়ী রথীন্দ্র দাস, চিত্রশিল্পী ভানু লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, রোটারিয়ান পীযুষ পুরকায়স্থ, রজত চক্রবর্ত্তী, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রঞ্জন পাল, রমা কান্ত গুপ্ত রূপু, অধ্যাপক জ্যোতিষ দাশ, বিমান তালুকদার, অভি সূত্রধর, সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভানু চন্দ্র পাল, শ্যামাকান্ত চক্রবর্ত্তী, সুজিত কুমার দাশ, ডাঃ প্রণদীশ চন্দ্র দেব, অখিল সরকার, সুশান্ত বণিক অপ্পি, শেখর চন্দ্র বোধ, ভৈরব চন্দ্রনাথ, ঋষিকেশ দাস, রঞ্জিত দাস, কোষাধ্যক্ষ এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, সহ কোষাধ্যক্ষ হিমাংশু লাল গুণ, অশোক কুমার দেব, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শিবানী দে, জয়তী ঘোষ লোনা, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা শর্মিলা দেব পূরবী, সহ সাজসজ্জা সম্পাদক লিটন দেব, সদস্য প্রশান্ত ঘোষ দ্বীপ প্রমুখ।

সভায় ৪ দিনব্যাপী বার্ষিক মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি সমূহ গঠন করা হয়।

সভা শেষে পরিষদের যুগ্ম সমন্বয়কারী অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের আমন্ত্রণে চালিবন্দর উমেশ চন্দ্র নির্মলা বালা ছাত্রাবাসে প্রয়াত নিকুঞ্জ বিহারী গোস্বামীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগদান করে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত হন নেতৃবৃন্দ।