প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ ১৯:৫৫ (সোমবার)
’রফিকুল হক দাদুভাই বাংলা সাহিত্যের দিকপাল ছিলেন’

ছবি: ইমজা নিউজ

রফিকুল হক দাদুভাই একজন ব্যক্তি নয় তিনি নিজে একটি প্রতিষ্ঠান ছিলেন। বাংলা সাহিত্যের শত বছরে রফিকুল হক একজন জন্ম নেন কিনা তা বলা যাবে না। সাহিত্যের সকল শাখায় তিনি অবাধে বিচরণ করে গেছেন। বিশেষ করে শিশু সাহিত্যে যে নতুনত্বের সূচনা করে গেছেন, তা বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ।

রফিকুল হক দাদুভাই বাংলা সাহিত্যের দিকপাল ছিলেন। সাংবাদিক হিসেবে হাজারো সাংবাদিকের জনক ছিলেন তিনি। তার হাতেই বাংলাদেশের অনেক খ্যাতিমান সাংবাদিকের জন্ম হয়েছে। দাদুভাইয়ের মতন গুণীজনেরা কখনো বিদায় নেন না। তিনি আছেন মানুষের হৃদয়ে এবং থাকবেন।

জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক দাদুভাইয়ের স্মরণে আয়োজিত ‘রফিকুল হক দাদুভাই স্মৃতি সন্ধ্যা ও সাহিত্য আড্ডায়’ বক্তারা এসব কথা বলেন। 

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর রাজবাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, আড্ডার মধ্যমনি ছিলেন চাঁদের হাট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও রফিকুল হক দাদুভাইয়ের সহধর্মিনী কবি ফাতেমা হক।

জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন, চাঁদের হাট সিলেট জেলা ও মহানগর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিশু সাহিত্যিক, ছড়াশিল্পী ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল এর সভাপতিত্বে ও চাঁদের হাট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লেখা পাঠ ও বক্তব্য দেন কবি ফাতেমা হক।

বক্তব্য দেন- সাপ্তাহিক সিলেটের পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সাব্বীর জালালাবাদী, প্রবীন ছড়াশিল্পী বিধভূষণ ভট্টাচার্য, চাঁদের হাট সিলেটের উপদেষ্টা ছড়াশিল্পী অজিত রায় ভজন, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, ছড়ালোক এর সভাপতি ছড়াশিল্পী শাহাদত বখত সাহেদ, ছড়ামঞ্চ সিলেটের সহ-সভাপতি তারেশ কান্দি তালুকদার, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, লাল সবুজের সম্পাদক ছড়াশিল্পী ইমতিয়াজ সুলতান ইমরান, কবি ও সংগঠক রাহনামা সাব্বির চৌধুরী, ছড়াশিল্পী ও সাংবাদিক আনিস রহমান, নন্দিনী সাহিত্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকী রুহী, বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন, কবি রণদীপম বসু,কবি লিপি খান,কবি মুহাম্মদ আঙ্গুর মিয়া, সাংবাদিক মোঃ শরীফ গাজী, মোঃ শাহাদত হোসেন, রাজন চক্রবর্তী, মোঃ ফারুক হাসান সুজন, বিমনবিহারী বিশ্বাস, ইমরান ফয়সাল, শহিদুল ইসলাম, ইনজামামুল হক মুন্না, আমিনুল হক শাওন, হাসান মাহমুদ, শামসুল কিবরিয়া,সাঈদ চৌধুরী, মোঃ জাকারিয়া, আঞ্জুমান আরা, তাহসিনা আনবার নাওমি, মোহাম্মদ আনোয়ার, শেখ সজীব, মোঃ আতাউর রহমান, রবিউল হোসেন আরিয়ান, সুফিয়ান রাহাত জয়, পপি বেগম,কলি আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদের হাট সিলেট জেলা শাখা আহ্বায়ক মোহাম্মদ আঙ্গুর মিয়া ও শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদের হাট বিমানবন্দর শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।