প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ ২৩:৩১ (সোমবার)
কলকাতার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক

ছবি: সংগৃহিত।

দীর্ঘদিন ধরে কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে হিন্দি ছবির দাপটে পিছিয়ে পড়ছে বাংলা সিনেমা। এ অবস্থার পরিবর্তনে বাংলা সিনেমাকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে বৃহস্পতিবার টালিগঞ্জে আয়োজন করা হয় এক বিশেষ বৈঠকের।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রীর সঙ্গে ইন্ডাস্ট্রির নামী প্রযোজক, পরিচালক ও তারকারা বসেন।

অভিযোগ তোলা হয়- মেগাবাজেটের হিন্দি ছবির কারণে প্রেক্ষাগৃহগুলো থেকে বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার ব্যবসার অজুহাতে বাংলা ছবির শোও কমিয়ে দেওয়া হচ্ছে এমন মাত্রায়, যা সরাসরি প্রভাব ফেলছে স্থানীয় ছবির আয়ে।

এর আগে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চেয়েছিলেন পরিচালক-প্রযোজকরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, ‘বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক বৈঠক হয়েছে। পরিবেশকদের কাছে নাকি মুম্বাই থেকে শর্ত আসে- সিঙ্গেল স্ক্রিন হলে চারটি শো-ই হিন্দি ছবি চালাতে হবে। বাংলা ছবি চালালে হিন্দি ছবি দেওয়া হবে না। যেহেতু হিন্দি ছবির আয় অনেক বেশি, তাই পরিবেশকরা বাধ্য হয়ে রাজি হয়ে যান। এর ফলেই বাংলা সিনেমা বিপদে পড়ে। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- পশ্চিমবঙ্গে কোনো প্রেক্ষাগৃহ বাংলা ছবি নিতে অস্বীকার করতে পারবে না। সামঞ্জস্য বজায় রেখে শো দিতে হবে। তবে কোনো বাংলা ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলে সেটি সরিয়ে দেওয়ার অধিকার থাকবে হল মালিকদের।’