ছবি: সংগৃহীত।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল সিলেটে উপস্থিত। শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করেছিল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের সময় নেদারল্যান্ডসের ক্রিকেটার ম্যাক্স ও’ডাউড ক্রিকেটারের ভূমিকায় নয়, সাংবাদিকের ভূমিকায় হাজির হয়ে সকলকে অবাক করে দেন। হাতে ক্যামেরা, পকেটে ফোন, মাথায় ক্রিকেট দলের ক্যাপ এবং গায়ে অনুশীলন জার্সি। তিনি সংবাদ সম্মেলন কক্ষে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাক্ষাৎকার ভিডিওতে ধারণ করতে শুরু করেন।
ম্যাক্স ও’ডাউডের এ উদ্যোগ নেদারল্যান্ডস দলের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্ডস স্বীকার করেছেন, ‘আজ ম্যাক্স সাংবাদিক হিসেবে আপনাদের সঙ্গে থাকবে।’ পরবর্তীতে তিনি সতীর্থ নোয়াহ ক্রসের কাছে প্রশ্নও করেছেন এবং ভিডিও ধারণ ও ছবি তোলার কাজ চালিয়ে গেছেন।
সংবাদ সম্মেলনের শেষে বাংলাদেশের সাংবাদিকদের প্রশংসা অর্জন করলেন ম্যাক্স, এবং ক্রসও তার সম্ভাবনার বিষয়ে আশাবাদী ছিলেন। ম্যাক্স নিজেও অনুশীলনে যাওয়ার পথে নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করেছেন এবং ভবিষ্যতে সাংবাদিক হিসেবে কেরিয়ার করার সম্ভাব্য আগ্রহ দেখিয়েছেন।