প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৪ (বৃহস্পতিবার)
যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তাদের নির্বাচনের অধিকার নেই: সিলেটে বুলু

ছবি: ইমজা নিউজ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তাদের এ দেশে নির্বাচনের অধিকার নেই। 

তিনি বলেন, ’বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। আমাদের দলের অনেক নেতারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাই আমাদের সকলকে ঐক্য তৈরি করতে হবে কেউ এমন কোন কাজ করবেন না বিএনপিকে সমালোচনায় পড়তে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন দেশের মানুষের জন্য। তার ত্যাগকে স্মরণ করতে হবে।’ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) রেজিস্ট্রি মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে র‍্যালীটি রেজিস্ট্রি মাঠ থেকে সিলেট নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে ।

র‌্যালিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তৃতায় তিনি আরো বলেন, ’মনে রাখতে হবে পিআর পদ্ধতি এদেশের মানুষ বুঝে না। তাই গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। একটি দল এদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না। তারা পিআর পদ্ধতি চায় যেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারেন। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তাদের এ দেশে নির্বাচন করার কোন অধিকার নাই।’

এছাড়া সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বে ব্যানারসহ মিছিল নিয়ে রেজিস্ট্রি মাঠে যোগ দেন নেতাকর্মীরা।