প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২১ (বুধবার)
জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কবার্তা

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। প্রতিষ্ঠানটির মতে, ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা এখন একেবারেই জরুরি।

কেন সতর্কবার্তা?

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, পরিচিত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ভয়াবহ ফিশিং আক্রমণ চালাচ্ছে। ভুয়া লগইন পেজে নিয়ে গিয়ে তারা ব্যবহারকারীর পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড হাতিয়ে নিচ্ছে। গুগলের আশঙ্কা, এই গ্রুপ শিগগিরই আরও উন্নত কৌশলে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে।

কেন টু-স্টেপ ভেরিফিকেশন জরুরি?

গুগল জানায়, শুধু পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেয়ে দুই স্তরের নিরাপত্তা (Two-Step Verification) অনেক বেশি কার্যকর। পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকাররা অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ অতিরিক্ত নিরাপত্তা কোড ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসেই পাঠানো হবে। ফলে নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পায়।

জিমেইল হ্যাক হলে কী ক্ষতি হতে পারে?

একটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু ইমেইল নয়-ব্যাংকিং, অনলাইন শপিং থেকে শুরু করে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ে। তাই গুগল সকল ব্যবহারকারীকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আগেও সতর্ক করেছিল গুগল

গত জুনে গুগল এক ব্লগে জানিয়েছিল, শাইনি হান্টার্স নতুনভাবে ডেটা ফাঁস ও চাঁদাবাজির পদ্ধতি গ্রহণ করতে পারে। পরে ৮ আগস্ট সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ইমেইল পাঠিয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।