প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪১ (সোমবার)
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সালমান খানের সাক্ষাৎ

ছবি: সংগৃহিত।

বলিউড সুপারস্টার সালমান খান নিরাপত্তা হুমকির মধ্যেও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর লেহ-লাদাখে শুরু হতে যাচ্ছে সালমান অভিনীত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। ছবির বেশ কয়েকটি দৃশ্যের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই কারণে সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন সালমান।

ছবিটি ২০২০ সালের ভারত-চীন সংঘাতকে ঘিরে নির্মিত হচ্ছে। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। চরিত্রের জন্য দুই মাস ধরে কঠোর অনুশীলন করছেন তিনি, প্রেশার চেম্বারসহ নানা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

আগস্টে ছবির প্রাথমিক কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। মূল অ্যাকশন দৃশ্যগুলো লেহ-লাদাখে ধারণ হবে, যার জন্য বিশেষ ছাড়পত্র প্রয়োজন ছিল। সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার শেয়ার করে সালমান খানের এই প্রজেক্ট আলোচনায় এসেছে।