ছবি: সংগৃহিত।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিক ও নারী-শিশুসহ ১৭ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে সন্ধ্যায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় সোপর্দ করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন হওয়া মোট ১৮ জনকে সীমান্তের ভেতর থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ এবং ১৭ জন রোহিঙ্গা। আটক রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গারা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। পরিচয় শনাক্ত শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।