প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৭ (সোমবার)
যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষ হলেই শিক্ষার্থীদের ফেরত পাঠানোর উদ্যোগ

ছবি: সংগৃহিত।

ভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্যের সরকার।

সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে কার্যক্রমও শুরু করেছে তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি শিক্ষাজীবন শেষ করার পরও ব্রিটেনে অবস্থান করছেন প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রণালয় জানিয়েছে- ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে যেকোনো সময় তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হতে পারে।

মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে- ’যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে যে কোনো সময় আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে। আশ্রয়ের জন্য আবেদন করলে তা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী যাচাই করা হবে। আবেদন ত্রুটিপূর্ণ হলে সঙ্গে সঙ্গে তা বাতিল বলে গণ্য করা হবে।’

বার্তায় আরো বলা হয়- ’আপনার যদি যুক্তরাজ্যে বসবাসের বৈধ অধিকার না থাকে, তাহলে আপনাকে অবশ্যই বিদায় নিতে হবে। স্বেচ্ছায় না করলে জোরপূর্বক ফেরত পাঠানো হবে।’

যুক্তরাজ্যের শিক্ষার্থী নেতা এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জো গ্র্যাডি এ পদক্ষেপকে ‘বিদেশি শিক্ষার্থীদের ওপর সরাসরি আঘাত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দ্য গার্ডিয়ান-কে তিনি বলেন- ‘যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত ব্যবস্থাগুলোর একটি। বিদেশি শিক্ষার্থীরা এ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। যারা শিক্ষাজীবন শেষ করার পরও যুক্তরাজ্যে থেকে অর্থনীতিকে শক্তিশালী করছেন, তাদের স্বাগত জানানোর পরিবর্তে ফেরত পাঠানো দুঃখজনক।’