প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৮ (বুধবার)
গোয়াইনঘাটে নিজের ২ শিশু সন্তানকে নিয়ে জনতার হাতে ধরা পড়লেন শুটার রিয়াজ

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় দুই শিশু উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে। আর উদ্ধার শিশু দুটি তার নিজের সন্তান।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের ৫নং পূর্ব আলীরগাঁও এলাকায় একটি প্রাইভেট কারে দুই শিশুকে অপহরণ করা হয় এমন সন্দেহে এলাকাবাসী ব্যারিকেড দেয়। পুলিশ ধাওয়া শুরু করলে শুটার রিয়াজ শিশু দুটিকে নিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন।

এসময় স্থানীয়রা তাকে আটক করে এবং শিশু দুটিকে উদ্ধার করে। পরে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় শুটার রিয়াজকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে হত্যাসহ চাঁদাবাজি, অস্র ও মাদকসহ প্রায় ৪০টির বেশি মামলা রয়েছে।

ওসি তরিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ পূর্বের অসদাচরণের জন্য এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

শুটার রিয়াজকে আটক করার ঘটনায় পুলিশের সঙ্গে কিছু সময় এলাকার মধ্যে বিরোধ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।