প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৫ (বুধবার)
সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করার দাবি

ছবি: সংগৃহীত

বুধবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নারী নেত্রীরা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ১৫০ করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চালুর আহ্বান করেন তারা।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মনোনয়নে ৫০টি সংরক্ষিত আসনে নারীরা সংসদে যাচ্ছেন। এতে তারা কেবল দলীয় প্রার্থী হয়ে সীমাবদ্ধ থাকেন এবং কার্যকর ভূমিকা রাখার সুযোগ কমে যায়। তিনি বলেন, সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসনের অন্তত এক-তৃতীয়াংশ সরাসরি নির্বাচিত হওয়া উচিত।

নিজেরা করি সমন্বয়ক খুশি কবির বলেন, জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সংসদে তাদের অবস্থান আরও শক্তিশালী করা জরুরি। তার মতে, কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সরাসরি ভোটে নির্বাচিত হলে নারীর অধিকার ও মানবাধিকার রক্ষা আরও শক্তিশালী হবে।

আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৪৫০ করা, যেখানে সাধারণ আসন থাকবে ৩০০টি এবং সংরক্ষিত নারী আসন হবে ১৫০টি। পাশাপাশি দুটি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ ও তা সরাসরি জনভোটে নির্বাচিত করার প্রস্তাব দেওয়া হয়। বক্তাদের মতে, এতে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে। এছাড়া সর্বোচ্চ দুই থেকে তিন মেয়াদ পর্যন্ত এ ব্যবস্থা চালু রাখার সুপারিশ করা হয়, যাতে নারীরা নিজেদের নির্বাচনী এলাকা তৈরি করার সুযোগ পান।

অনুষ্ঠানে সাবেক বিএনপি সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।