ছবি: সংগৃহীত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অন্যান্য আসামি চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।
২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সভায় উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। সভা শেষ হওয়ার মুহূর্তে একের পর এক ১৩টি গ্রেনেড নিক্ষেপ করা হলে মুহূর্তেই চারপাশ রক্তাক্ত হয়ে যায়। এ হামলায় আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ’ জন। শেখ হাসিনাও আহত হলেও প্রাণে রক্ষা পান।
প্রাথমিকভাবে মামলার তদন্ত নিয়ে গড়িমসি ও প্রমাণ নষ্টের অভিযোগ ওঠে তৎকালীন সরকারের বিরুদ্ধে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় নতুন করে তদন্ত শুরু হলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সহযোগিতার অভিযোগ আনা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এক রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অনেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। তবে পরবর্তী সময়ে হাইকোর্ট আপিলের শুনানি শেষে বেশ কয়েকজন আসামির সাজা খারিজ করে খালাস দেন।
আজ সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সমাপ্ত হলো।