প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩০ (বুধবার)
ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে  বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার

ছবি: সংগৃহীত

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের শরীরের ছয় জায়গায় ছুরি দ্বারা আঘাত করা হয়েছে।

জানা গেছে, সকালবেলায় ঢাকাদক্ষিণের বাসা থেকে অটোরিকশায় সিলেট নগরীতে যাওয়ার সময় হেতিমগঞ্জ বাজারের কাছে ৩/৪ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অনুজ কুমার বাধা দেওয়ায় তারা তার শরীরের ছয় স্থানে ছুরি দিয়ে আঘাত করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে হেতিমগঞ্জে ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’