প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫২ (সোমবার)
মোনালি ঠাকুর-রিচটারের দাম্পত্যে ফাটল

ছবি: সংগৃহীত

তারকাদের বিচ্ছেদ নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোনালি তার স্বামী মাইক রিচটার সঙ্গে বিচ্ছেদের পথে রয়েছেন।

করোনা মহামারীর সময় মোনালি জানিয়েছিলেন, তিন বছর আগে তারা বিয়ে করেছেন। ২০২০ সালে তিনি জানিয়েছেন, একটি ভ্রমণের সময় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। মাইক রিচটার সুইজারল্যান্ডের একটি রেস্তোরাঁর মালিক।

প্রাথমিকভাবে সম্পর্ক ভালো থাকলেও দীর্ঘ দূরত্বের কারণে দুজনের মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, তাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই মোনালি ইনস্টাগ্রামে তার স্বামীকে আনফলো করেছেন এবং দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে। খুব শিগ্রই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে খবর।

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে থেকেই তাদের দাম্পত্যে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছিল। মোনালি তখনই মাইকের সঙ্গে সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে দেন। এখন আনুষ্ঠানিক বিচ্ছেদ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে দম্পতি।