প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৫ (বৃহস্পতিবার)
এম সাইফুর রহমান স্মরণে ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা বিকাল ৩টায়

ছবি: সংগৃহীত।

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মো. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর) পালিত হচ্ছে। এ উপলক্ষে সিলেটে মরহুমের জীবন ও কর্মকে কেন্দ্র করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শহরে মরহুমের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে মরহুম সাইফুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আরিফুল হক চৌধুরী সকলের উপস্থিতি কামনা করেছেন, যাতে মরহুমের অবদান এবং কর্মজীবনের দিকগুলো যথাযথভাবে স্মরণ করা যায়।