ছবি: সংগৃহীত।
দীর্ঘ ৪৭ দিন অসুস্থ থাকার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ জনসম্মুখে ফিরে এসেছেন। সকালেই ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান তাঁর সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর তৌফিক না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। এই সময়টা জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। আল্লাহ সেই সুযোগ দিয়েছেন।’
তিনি তার অসুস্থতার প্রসঙ্গ উল্লেখ করে জানান, ১৯ জুলাই সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ার পর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা রক্তচাপ, গ্লুকোজ ও হৃদযন্ত্রের পরীক্ষা করেন এবং মস্তিষ্কে কোনো সমস্যা ধরা না পড়ায় পর্যবেক্ষণে রাখেন।
ডা. শফিকুর রহমানের জনসম্মুখে ফিরে আসায় দলের নেতারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটি সমর্থকদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।