
ছবি: সংগৃহিত।
অবশেষে মুক্তি পেল ইংরেজি ভাষায় নির্মিত বাংলা সিনেমা ‘ডট’।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশের সাতটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রযোজক ও অন্যতম অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া।
পরিচালক কাঁকন জানান, সিনেমাটির সংলাপ ইংরেজি ভাষায় রাখা হয়েছে বিদেশি দর্শকের কথা মাথায় রেখে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়ার পর ইংরেজি সংলাপেই সিনেমাটি মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, “‘ডট’ নারী পাচার ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি করতে দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট।”
সিনেমাটিতে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক শিল্পী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারিক মুকুল ও সেন্ডি কুমার প্রমুখ।
প্রথম সপ্তাহে যে প্রেক্ষাগৃহগুলোতে ‘ডট’ মুক্তি পাচ্ছে- ঢাকার যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরা ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর জিআরবি, বগুড়ার মধুবন, কুলিয়ারচরের রাজ সিনেমা, সাপাহারের নসিব সিনেমা।
বিদেশি দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।