ছবি: সংগৃহীত।
সিলেট নগরের লামাবাজার এলাকায় এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শুক্রবার পরিবারের পক্ষ থেকে এ মামলা করেন বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষিকা আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে লামাবাজারের ছায়ানীড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মিলি দে (২৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিলি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি মা সঞ্চিতা দে’র সঙ্গে সিলেট শহরের ওই বাসায় থাকতেন এবং কাজিটুলার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।
ঘটনার দিন বিকেলে মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।