প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৩ (বুধবার)
জাফলংয়ে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি ও সভা

ছবি: সংগৃহিত।

সিলেটের জাফলংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ছৈলাখেল অষ্টম খণ্ড জামিয়াতুল মাদিনা দাখিল মাদ্রাসা মাঠ থেকে এক জশনে জুলুস র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখেরপাড় হামিদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এরপর সেখানে আখেরি নবী (সা.)-এর জীবনভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রেজবী আন নাজেরী।

সভায় বক্তব্য রাখেন স্কুল সভাপতি সারোয়ার হোসেন (সেদু), এনায়েত হোসেন লেবু, এসআই মারুফ আল মুকিত, মাওলানা বশির বিন আব্দুল আজিজ, হাফেজ মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করাই ঈদে মিলাদুন্নবীর মূল বার্তা। তারা আরও যোগ করেন, নবীজীর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।