প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪০ (সোমবার)
বাংলা সিনেমার নক্ষত্র সালমান শাহ

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ’র ২৯তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে অকালেই চলে যান তিনি।

মৃত্যুর প্রায় তিন দশক পরও ভক্তদের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়। আজ তার মৃত্যুদিন উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে তার অভিনীত সিনেমা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন।

নাটক দিয়ে অভিনয় শুরু করলেও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।

মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে শাবনূরের সঙ্গে তার জুটি গড়ে তোলে ইতিহাস; ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করে তারা হয়ে ওঠেন বাংলা সিনেমার কালজয়ী জুটি।

সালমান শাহ ছিলেন একাধারে রোমান্টিক নায়ক, আবার প্রতিবাদী যুবকের চরিত্রেও সমান সফল। ’‘বিক্ষোভ’সহ একাধিক ছবিতে তার বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর পাওয়া যায়।

তার অভিনয় দক্ষতা, অনন্য স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন তরুণদের ফ্যাশন আইকন এবং কোটি দর্শকের স্বপ্নের নায়ক।

সালমান শাহ’র সিনেমায় কখনো ‘ফ্লপ’ শব্দটি উচ্চারিত হয়নি। তার জনপ্রিয়তা সে সময় বলিউডের নামকরা নায়কদের সমকক্ষ ছিল।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহ’র অকাল মৃত্যু পুরো চলচ্চিত্র অঙ্গনকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়কের বিদায়ে শোকে ভেঙে পড়েছিলেন অসংখ্য ভক্ত; অনেকে আত্মহননের পথও বেছে নিয়েছিলেন।

আজও সালমান শাহ নাম উচ্চারিত হলে ভক্তদের চোখ ভিজে ওঠে। বাংলা সিনেমার ইতিহাসে তিনি থেকে গেছেন চির অমর এক নক্ষত্র হয়ে।