
ছবি: সংগৃহীত।
বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুর তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘নায়ক’-এর ২৪ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও পরবর্তী সময়ে দর্শকের হৃদয় জয় করেছে।
পোস্টে অনিল কাপুর জানিয়েছেন, সিনেমার শিবাজি রাও চরিত্রের জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে চরিত্রটি অফার করা হয়েছিল শাহরুখ খানকে, এরপর শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিলে আমির খানকে প্রস্তাব পাঠানো হয়েছিল। অনিল বলেন, ‘কিছু চরিত্র আপনাকে সংজ্ঞায়িত করে। ‘নায়ক’ তার মধ্যে একটি। আমি জানতাম, আমাকে এই চরিত্রটি বাঁচাতে হবে। শংকর স্যারের প্রতি আমি কৃতজ্ঞ, যিনি আমাকে বিশ্বাস করেছিলেন।’
তিনি আরও স্মরণ করেন, একবার শাহরুখ খান প্রকাশ্যে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। অনিল বলেন, তিনি বলেছিলেন, ‘এই চরিত্র অনিলের জন্যই তৈরি।’ এমন মুহূর্তগুলো চিরদিন মনে থেকে যায়।’
‘নায়ক’-এ অনিল কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমরিশ পুরী, রানি মুখার্জি, জনি লিভার, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা ও শিবাজি সত্যম। সিনেমার গল্পে সাধারণ এক টিভি সাংবাদিক হঠাৎ করে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেন-যা দর্শকের কাছে রোমাঞ্চকর ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে মনে থাকে।
সময়ের সঙ্গে ‘নায়ক’ একটি কাল্ট ক্লাসিক হিসেবে চিহ্নিত হয়েছে এবং অনিল কাপুরের জন্য এটি এখনো বিশেষ স্মৃতি।