ছবি: সংগৃহীত।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পর্যবেক্ষণ করা এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, পূজামণ্ডপের আশপাশে এবার কোনো মেলা বসতে দেওয়া হবে না। শুধুমাত্র দুই-একটি দোকান থাকতে পারবে, তবে তা পূজা উদ্যাপন কমিটির অনুমতি সাপেক্ষে।
তিনি আরও বলেন, যেখানেই পূজামণ্ডপ বসানো হবে, সেই তথ্য সরকারের কাছে জানাতে হবে। পূজা উদ্যাপন কমিটি থেকে তালিকা প্রদান করা হলে তার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে এবার ৩১,৫৭৬টি পূজামণ্ডপ বসবে। এই মণ্ডপগুলির নিরাপত্তার জন্য তিন লাখ আনসার মোতায়েন থাকবে এবং কিছু কিছু মণ্ডপে পুলিশও দায়িত্ব পালন করবে। তিনি আশ্বস্ত করেন, দুষ্কৃতকারী থাকলেও তাদের চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সরকারের।