প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯ (বুধবার)
ধানের শীষ চাই, জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না

ছবি: সংগৃহীত।

কিশোরগঞ্জের ইটনায় এক পথসভায় বিএনপির স্থগিতাদেশপ্রাপ্ত নেতা ফজলুর রহমান নিজের জন্য ধানের শীষ মার্কা ফেরত চেয়েছেন। সভায় তিনি উপস্থিত জনতার সমর্থন চেয়ে বলেন, ‘আমি একা চাইলে হবে না। আমার মার্কা ফিরিয়ে দিতে হলে আপনাদেরও দলের কাছে বলতে হবে। আমার বিরুদ্ধে সারা বাংলাদেশের রাজাকার ও আলবদরের চক্রান্ত আছে।’ আগামী নির্বাচনে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, ‘এটাই আমার শেষ ইলেকশন। আমি ধানের শীষ মার্কায় নির্বাচন করতে চাই। আমার জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না।’

সোমবার বিকেলে ইটনা অলওয়েদার সড়কের জিরো পয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রোশন আলী। ফজলুর রহমানের স্ত্রী ও জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুমও উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি ইটনা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল নিয়ে ইটনা কলেজ মাঠে পৌঁছান। মিছিলের নেতৃত্বে ছিলেন ফজলুর রহমান নিজেই।

ফজলুর রহমান বলেন, বিএনপি থেকে শোকজ করার পর প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি দাবি করেন, তিনি কখনো কুরুচিপূর্ণ বা ধর্মবিরোধী বক্তৃতা দেননি। জামায়াতে ইসলামী সম্পর্কিত বিতর্কে তিনি বলেন, ‘আমি আহলে সুন্নত আল জামাত তরিকায় বিশ্বাস করি, কিন্তু জামায়াতে ইসলামী এই তরিকার লোকদের হত্যা করতে চায়।’