প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৩ (সোমবার)
চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় পেছনের তিনটি বগি বিছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক করলে ইঞ্চিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় থামে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনে দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় ট্রেনটি পৃথক হয়ে যায়। এতে ট্রেনের পেছনটির তিনটি বগি আলাদা হয়ে পেছনে রয়ে যায়। ইঞ্জিনসহ বগিগুলো সামান্য দূরত্বে স্টেশন এলাকায় থামান চালক।  তিনটি বগি জোড়া লাগানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, তালশহর এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগির কাপলিং হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। ঘটনার স্থানে একাধিক লাইন থাকার কারণে আপ-ডাউন দুই দিকেই ট্রেন চলাচলে স্বাভাবিক রয়েছে।