
ছবি: সংগৃহীত।
সম্প্রতি পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এতে কৃষকরা শুধু ফসল হারাননি, চাষজমিও তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা।
শাহরুখ খানের মীর ফাউন্ডেশন অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুর জেলার প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে দত্তক নিয়ে তাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ শুরু করেছে।
স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসর- এর সহযোগিতায় ওষুধ, খাদ্যসামগ্রী, স্যানিটেশন সরঞ্জাম, মশারি, ত্রিপল ও বিছানাসহ অন্যান্য জরুরি জিনিস বিতরণ করা হচ্ছে।
মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড আক্রমণের শিকার নারীদের ক্ষমতায়ন ও সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করার কাজ করে। কোভিড মহামারির সময়ও এ সংগঠন অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের জন্য বেড ও আর্থিক সহায়তা প্রদান করেছিল।
শাহরুখ খানের পাশাপাশি বলিউডের সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ-সহ অনেকে বন্যা ত্রাণে সক্রিয়
সালমান খানের বিয়িং হিউম্যান পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছে।
সোনু সুদ তার পরিবারসহ হাজার হাজার গ্রামে ত্রাণ বিতরণ করছেন।
অধিকাংশ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর পাঞ্জাবে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। ২৩ জেলার ৩.৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে ভারি বর্ষণের কারণে শতদ্রু, বিয়াস ও রবি নদী প্লাবিত হয়ে এক ১,৬৫৫ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।