প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০২ (সোমবার)
মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে উদ্ধার হয়েছে চুরি ও ছিনতাই হওয়া অন্তত তিনটি মোবাইল। আটক করা হয়েছে দুজনকে।  একই দিনে প্রায় দুই হাজার কেজি ভারতীয় ফুচকাসহ আটক করা হয়েছে আরও তিনজনকে। পুলিশ জানিয়েছে, সিলেটের বাজারে এখন ভারতীয় ফুচকারই প্রভাব। এছাড়া মোগলগাও ও পাঠানটুলা থেকে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশ জানায়, শুক্রবার ওসমানী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ এসআই দেবাশীষ দেব ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের আউটডোর টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় মৌলভীবাজারের বরমচালের মৃত আছাব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৬), বিশ্বনাথের ইব্রাহিম আলী মাসুমকে (২৬) আটক করে পুলিশ।

তাদের হেফাজত থেকে একটি পুরাতন পেস্ট রঙের আইটেল মোবাইল (মূল্য আনুমান ৮,০০০/- টাকা),) ইব্রাহিমের প্যান্টের পকেট থেকে সীমন একটি রিয়েলমি (মূল্য আনুমান ১২,০০০/- টাকা) ও একটি সীমন কমলা রঙের ভিবো মোবাইল (মূল্য আনুমান ২৫,০০০/- টাকা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

থানার এফআইআর নং-১৪, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৩৯৮, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৪১৩ পেনাল কোড রুজু  হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সোবাহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি অভিযানে  ১৯৩০ কেজি ভারতীয় ফুচকাসহ একটি ট্রাক ( রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৯২৫৫) আটক করা হয়। শনিবার সকালে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই দীপরাজ ধর প্রিন্স সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ১৯৩০ কেজি ভারতীয় ফুচকাসহ ট্রাক আটক ও তিন জনকে গ্রেফতার করেন।  জব্দ ফুচকার মূল্য অনুমান ২,৮৯,৫০০ (দুই লক্ষ ঊননব্বই হাজার পাঁচশত) টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত হলেন সাতক্ষীরা বিপুল অধিকারী (৫০), পাবনার মোঃ টিটন (৩৬) ও মোঃ মুন্না হোসেন (২৩)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী ইলাশকান্দি আলী মঞ্জিল (উদয়ন-৪৩/বি) এর সামনে হতে ৫০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন  মোঃ উজ্জল আহমদ (৩৫), পিতা-আঃ সামাদ, স্থায়ী: গ্রাম-কচুয়ারপাড়, থানা-গোয়াইনঘাট এবং মোঃ আতিক  (২৬), পিতা-মৃত আব্দুল আওয়াল, স্থায়ী: গ্রাম-লালবাগ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

শনিবার ভোররাতে জালালাবাদ থানার এসআই অনুপ কুমার চৌধূরী ফোর্সসহ জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউ/পি এর অন্তর্গত মোগলগাঁও বাজার সংলগ্ন জনৈক আক্তারের টিনসেড ঘরের ভিতর অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি ১। আবু লেইছ (৪৮), পিতা-মৃত সোনা মিয়া, ২। আজিজুর রহমান (৪০), পিতা-মৃত ময়না মিয়া, ৩। আব্দুল করিম (৩৮), পিতা-মৃত মছদ্দর আলী, ৪। মোঃ আল আমিন (৩৫),পিতা-মৃত আব্দুর রহিম, ৫। মোঃ জমির আলী (৫০),পিতা-আজুর আলী, ৬। মোঃ ফয়জুল হক (৩৮), পিতা-মৃত তজমুল আলী, ৭। আজিজুর রহমান (২৮), পিতা-মৃত মখলিছ আলী, সর্ব সাং-মোগলগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট‘দের আটক করেন। আটকৃত আসামীদের হেফাজত হতে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ২,১৯৫/-(দুই হাজার একশত পঁচানব্বই) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানার ননএফআইআর প্রসিকিউশন নং-৮১/২৫, তারিখ-১৩/০৯/২০২৫খ্রিঃ, এসএমপি এ্যাক্ট এর-৯৫ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।