প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০০ (সোমবার)
মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে আয়কর নোটিশ

ছবি: এন্ড্রু কিশোর

বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে আয়কর বকেয়া আদায়ের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল-১২।

সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিল্পীর মোট ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরের বকেয়া ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের বকেয়া ৫০ হাজার ৩৮০ টাকা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে গণমাধ্যমকে কাজী রেহমান সাজিদ বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারীরা লিখিতভাবে জানাননি, কে এই বকেয়া পরিশোধ করবেন। আমাদের অফিসিয়াল রেকর্ডেও তিনি মৃত বলে উল্লেখ নেই। তাই বিষয়টি এখনো বকেয়া হিসেবেই আছে, সে কারণেই এই চিঠি পাঠানো হয়েছে।’

বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোর ২০২০ সালের জুলাই মাসে ক্যানসারে দীর্ঘ ১০ মাস লড়াই শেষে মৃত্যুবরণ করেন।

১৯৫৫ সালের ৪ নভেম্বর তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন।

এরপর চার দশকের বেশি সময় ধরে তিনি অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেন, যা বাংলা চলচ্চিত্র ও আধুনিক গানকে সমৃদ্ধ করেছে।