ছবি: সংগৃহীত।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ার রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও র্যাব কর্মকর্তারা জানান, দুর্বৃত্তরা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া হাঁস ও ময়ূরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমা তৈরির কাজ চলছিল। ঘটনার সময় এলাকায় লোডশেডিং ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সুযোগে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে, তা কেউ দেখেননি। সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্তিক, সরস্বতীসহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরে থাকা একটি আইপি ক্যামেরাও নিয়ে গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে মন্দির কমিটি কিছু বলতে পারেনি। তারা মামলা দিতেও আগ্রহ প্রকাশ করেনি। তবুও পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, রাতেই র্যাব ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।