প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৪ (বুধবার)
ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না করার পেছনে পেহেলগাম হামলার স্মৃতি

ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ ২০২৫-এ ভারতের মুখোমুখি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলায় উত্তেজনা ক্রিকেটীয় দিক থেকে তেমন দেখা না গেলেও, ম্যাচের পর ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের জয় নিশ্চিত হওয়া ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো হ্যান্ডশেক হয়নি। এমনকি পাকিস্তান দল যখন ভারতের ড্রেসিং রুমের দিকে গিয়েছিল, তখনও দরজা বন্ধ রাখা হয়েছিল।

ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব পরে জানান, হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে একটি বার্তা দেয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। তবে এটি তার ব্যক্তিগত উদ্যোগ নয়; এই পরিকল্পনা ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরামর্শে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো হ্যান্ডশেক বা কথোপকথন না করার পরামর্শ দেন। ম্যাচের আগে ভারতীয় ড্রেসিং রুমে ‘বয়কট’ নিয়ে আলোচনা হয়, যেখানে সুর্যকুমার ও অন্যান্য খেলোয়াড়রা তাদের উদ্বেগ শেয়ার করেন। গম্ভীর খেলোয়াড়দের বলেন, ‘সোশ্যাল মিডিয়ার শব্দ কমাও, সমস্ত গোলমাল বন্ধ করো। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পেহেলগামের ঘটনা ভুলে যেও না। হাত মেলানো যাবে না, কোনো কথোপকথন হবে না-শুধু মাঠে গিয়ে সেরাটা দেখাও এবং জয় নিশ্চিত করো।’

এছাড়া, গম্ভীর এশিয়া কাপ ২০২৫-এ ভারতের সম্প্রচারকের সঙ্গে বলেন, ম্যাচের জয়ের মাধ্যমে আমরা পেহেলগাম হামলার শিকার ও তাদের পরিবারের প্রতি সংহতি দেখাতে পারি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সফল ‘অপারেশন সিন্ধুর’-এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

রোববারের ম্যাচটি এশিয়া কাপের একমাত্র ভারত-পাকিস্তান মেলামেশা নয়। সুপার ৪ রাউন্ডে এবং সম্ভাব্য ফাইনালেও তারা আবার মুখোমুখি হতে পারে।ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না করায় বিতর্ক, পেছনে পেহেলগাম হামলার স্মৃতি ও কোচের নির্দেশ

এশিয়া কাপ ২০২৫-এ ভারতের মুখোমুখি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলায় উত্তেজনা ক্রিকেটীয় দিক থেকে তেমন দেখা না গেলেও, ম্যাচের পর ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভারতের জয় নিশ্চিত হওয়া ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো হ্যান্ডশেক হয়নি। এমনকি পাকিস্তান দল যখন ভারতের ড্রেসিং রুমের দিকে গিয়েছিল, তখনও দরজা বন্ধ রাখা হয়েছিল।

ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব পরে জানান, হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে একটি বার্তা দেয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। তবে এটি তার ব্যক্তিগত উদ্যোগ নয়; এই পরিকল্পনা ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পরামর্শে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো হ্যান্ডশেক বা কথোপকথন না করার পরামর্শ দেন। ম্যাচের আগে ভারতীয় ড্রেসিং রুমে ‘বয়কট’ নিয়ে আলোচনা হয়, যেখানে সুর্যকুমার ও অন্যান্য খেলোয়াড়রা তাদের উদ্বেগ শেয়ার করেন। গম্ভীর খেলোয়াড়দের বলেন, ‘সোশ্যাল মিডিয়ার শব্দ কমাও, সমস্ত গোলমাল বন্ধ করো। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পেহেলগামের ঘটনা ভুলে যেও না। হাত মেলানো যাবে না, কোনো কথোপকথন হবে না-শুধু মাঠে গিয়ে সেরাটা দেখাও এবং জয় নিশ্চিত করো।’

এছাড়া, গম্ভীর এশিয়া কাপ ২০২৫-এ ভারতের সম্প্রচারকের সঙ্গে বলেন, ম্যাচের জয়ের মাধ্যমে আমরা পেহেলগাম হামলার শিকার ও তাদের পরিবারের প্রতি সংহতি দেখাতে পারি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সফল ‘অপারেশন সিন্ধুর’-এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 সুপার ৪ রাউন্ডে এবং সম্ভাব্য ফাইনালেও  আবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান ।