প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩১ (মঙ্গলবার)
আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও থানায়  ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সাক্ষীদের বরাত দিয়ে জানা গেছে, কয়েক হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, ‘সকাল পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক ছিল। হঠাৎ হাজারো বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

ঘটনার কারণে দুপুর ১১টার পর থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত পাঁচ দিন ধরে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আসছিল। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।