
ছবি: সংগৃহীত (ইনসেটে: হাসিম আলী)
সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নৌকা ডুবে হাসিম আলী (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হাসিম আলী উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রাজিব আলীর ছেলে। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক। ঘটনার পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নৌকার প্রতিযোগিতা চলাকালীন ইঞ্জিন চালিত নৌকার ঢেউয়ে প্রতিযোগিতার নৌকাটি উল্টে যায়। এতে অংশগ্রহণকারী হাসিম আলী পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সোমবার সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার জন্য নদীতে ইঞ্জিনচালিত নৌকার বিশৃঙ্খল চলাচলকে দায়ী করেছেন স্থানীয়রা।
নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, নৌকাটি আমাদের বাইচের নির্ধারিত এলাকা ছেড়ে ডুবে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।
বারহাল ইউপি সদস্য ঈমান উদ্দিন বলেন, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজ হওয়ায় পরিবার চরম উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত না করেই এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। একজনের নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখজনক।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঃ মাহবুবুর রহমান বলেন, এই প্রতিযোগিতার বিষয়ে উপজেলা প্রশাসনকে কেউ অবহিত করেনি, অনুমতিও নেয়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সুরমা নদীতে নৌকা বাইচ আয়োজনের আগে প্রশাসনের অনুমতি ও সঠিক তদারকি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।