প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪৬ (বুধবার)
সরকারের উন্নয়ন কর্মসূচিতে কৃষকদের পাশে কৃষি ব্যাংক: এমডি

ছবি: সংগৃহীত।

সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংক সবসময় কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর পাশে আছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিয়া বিনতে আলী।

তিনি বলেন, ‘একটি দেশের মূল ভিত্তি হলো খাদ্য, আর খাদ্য কৃষি থেকেই আসে। কৃষিতে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশের জন্য অবদান রাখার সুযোগ পাচ্ছি। কৃষি ব্যাংকের কর্মীরা সরাসরি কৃষকদের পাশে থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা গর্বের বিষয়।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমডি আরও জানান, কৃষিখাত ও ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোক্তাদের ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, ঋণ আদায় এবং বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। চলতি অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন এবং ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে উন্নীত করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান।

সিলেট বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপক এ সময় উপস্থিত ছিলেন।