প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৭ (বুধবার)
হবিগঞ্জে চুনারুঘাট থানার সরকারি বাসায় টাকা চুরি: ওসির পর এবার ড্রাইভার ক্লোজড

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের চুনারুঘাট থানার সরকারি বাসা থেকে টাকা চুরির ঘটনায় একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় থানার ড্রাইভার ওয়াসিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ নির্দেশনা কার্যকর করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওসির ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং ওসি নূর আলম।

তল্লাশির সময়কার প্রায় ৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনাটির জের ধরে প্রথমে ওসি নূর আলমকে ক্লোজড করা হয়। দুই দিন পর এবার তার গাড়িচালক ওয়াসিমকেও ক্লোজড করল পুলিশ প্রশাসন।