প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪০ (বুধবার)
জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলনে নামছে জামায়াতসহ সাত দল

ছবি: সংগৃহীত।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।

প্রথম দফায় চারটি দল-জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য আন্দোলন-আগামী বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর ধাপে ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। একই দিন ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসও পৃথক সংবাদ সম্মেলনে একই কর্মসূচি জানায়। এর আগে রোববার খেলাফত মজলিস আলাদাভাবে বিক্ষোভ ঘোষণা করেছিল।

এদিকে সোমবার রাতে জানা যায়, আরও তিনটি দল এই কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছে। দলগুলো হলো-নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান জানিয়েছেন, তাঁরা মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে যুগপৎ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দেবেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো জুলাই সনদ বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে সরকারের ওপর চাপ তৈরি করা। জামায়াত ইতিমধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আন্দোলন বিস্তারের প্রস্তুতি নিয়েছে।

এর আগে বিএনপি জাতীয় নির্বাচনের সময় ঘোষণা নিয়ে নানা কর্মসূচি পালন করলেও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে দলটির ভেতরে মতপার্থক্য রয়েছে। এ পরিস্থিতিতে জামায়াত, ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামি দলগুলোর অভিন্ন দাবিতে একযোগে আন্দোলনের ঘোষণা সংশ্লিষ্ট মহলে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণের আভাস হিসেবে দেখা হচ্ছে।