ছবি: সংগৃহীত।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়, অত্যাচার ও দখল ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ ও হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। তাই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থা আরও কঠিন হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সীমান্ত পেরিয়ে ভারত চলে যেতে পেরেছে, কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’
নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় সরওয়ার আলমগীর উল্লেখ করেন, ‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা অন্যায় করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমি নিজেই বাদী হয়ে আইনি ব্যবস্থা নেব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে দলের মধ্যে থাকার অনুমতি নেই।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের ধরে পুলিশের হাতে দিতে হবে। আমাদের সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে দৃঢ় থাকা জরুরি, কারণ ভেতর থেকে দুর্বল হলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না।’
বৈঠকে অন্যান্য বক্তব্য দেন বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন, বশির উদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।