প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৫ (বুধবার)
সিলেটে অ*জ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফ*তার

ছবি: সংগৃহীত।

সিলেটের জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানটি গতকাল রাতে ১২.৩৫ ঘটিকায় জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকায় পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন:  রুকন মিয়া (২৭), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-পীরের বাজার, টিকরপাড়া, থানাঃ শাহপরাণ 

 রায়হান আহমদ জিসান (৩৪), পিতা-আনোয়ার হোসেন, সাং-শাহী ঈদগাহ, থানাঃ এয়ারপোর্ট,  মোঃ রবিউল আলম (২৬), পিতা-রহমত আলী, সাং-৫৭ বি, পীরমহল্লা, থানাঃ এয়ারপোর্ট
 সোহেল আহমদ (৪৮), পিতা-মৃত শফিক মিয়া, সাং-বন্ধন বি-২৬, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট,  নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত আনু মিয়া, সাং-বন্ধন ই-১২, খাসদবীর, থানাঃ এয়ারপোর্ট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।