ছবি: সংগৃহীত।
মৌলভীবাজারে মোহন’স এডুকেশনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মোহন’স এডুকেশন মৌলভীবাজার শাখার প্রধান জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিইও মিহির কান্তি দাস।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, আলী আমজদ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. বশির মিয়া এবং মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস)-এর পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আগামী দিনের বাংলাদেশ গড়ার শক্ত ভিত্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্মানীত করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে নতুন অনুপ্রেরণা যোগ করতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, আজকের এই সাফল্যই হবে আগামী দিনের আরও বড় অর্জনের সোপান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আমজদ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী শেখ আনিসা, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়া মোহন’স এডুকেশনের শিক্ষিকা হুমায়রা মায়া, কান্তা, রেহনুমা, আনসারুল আমিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।