প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩২ (বুধবার)
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার: মালয়েশিয়ায় আট মাসে ৩১৯ সরকারি কর্মচারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৩১৯ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (MACC)। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে মধ্যম পর্যায়, পেশাদার ও সহায়ক কর্মচারী পর্যন্ত।

পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে সবচেয়ে বেশি ৬৩ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৩৫ জন ছিলেন ব্যবস্থাপনা ও পেশাদার শ্রেণির। ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন ৪৭ জন, মার্চে ৪১ জন, এপ্রিলে ৩৯ জন এবং মে মাসে ধরা পড়েন ৪৫ জন। জুনে গ্রেপ্তার হন ২৮ জন, জুলাইয়ে ৩১ জন এবং আগস্টে ধরা পড়েন আরও ২৫ জন কর্মকর্তা-কর্মচারী।

গ্রেপ্তারকৃতদের বড় অংশই ব্যবস্থাপনা ও পেশাদার শ্রেণির কর্মকর্তা হলেও সহায়ক কর্মচারীরাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। ফলে সরকারি সেবার প্রায় সব স্তরেই দুর্নীতির বিস্তার ঘটেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন জানায়, সরকারি সেবায় দুর্নীতি একটি গুরুতর হুমকি। এটি কেবল প্রশাসনিক স্বচ্ছতাকেই ক্ষুণ্ন করছে না, জনগণের আস্থাকেও দুর্বল করে দিচ্ছে। তাই দুর্নীতিবিরোধী অভিযান চলমান থাকবে বলেও কমিশন আশ্বাস দিয়েছে।

তবে এত বিপুল সংখ্যক গ্রেপ্তারেও দুর্নীতি কমছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নীতি নির্ধারণী পর্যায়ে কঠোর নজরদারি এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ ছাড়া এই প্রবণতা দমন সম্ভব নয়।