
ছবি: সংগৃহীত।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য প্রদান করবেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। একই আদালতে আজ রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আসামিপক্ষ জেরা করবে। এ মামলায় এরইমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ মোট ৪৫ জন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাক্ষ্য দেবেন।
এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলন্ত এক যুবককে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।