প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৯ (বুধবার)
কুমারগাঁওয়ে টিলা কাটার  অভিযোগে প্রবাসী বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত।

সিলেটের কুমারগাঁওয়ে টিলা কাটার অভিযোগে প্রবাসী বিএনপি নেতা আব্দুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১৬ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সিলেট মহানগরের ৩৭ নম্বর ওয়ার্ডের টিলারগাঁও আখালিয়া এলাকার কুমারগাঁও মৌজায় ৭০ নম্বর জেলস্থিত জমিতে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শন চালায় পরিবেশ অধিদপ্তর। সেখানে টিলা কেটে মাটি অপসারণের প্রমাণ মেলে। পরে তদন্ত ও শুনানি শেষে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এজাহারে বলা হয়েছে, প্রবাসী আব্দুল হকের নির্দেশে কেয়ারটেকার আশফাক আহমেদ, আলাউদ্দিন হাসু, সুহেল ও সিদ্দিক আলী টিলা কর্তন ও মাটি অপসারণ করেছেন। আনুমানিক ১৩৫ ফুট দৈর্ঘ্য, ৭৫ ফুট প্রস্থ ও গড়ে ১৩ ফুট উচ্চতার টিলা (প্রায় ১ লাখ ৩১ হাজার ৬২৫ ঘনফুট) কেটে ফেলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

পরিবেশ অধিদপ্তরের মতে, অনুমোদন ছাড়া টিলা কর্তন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী গুরুতর অপরাধ। মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে।