প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৪ (বুধবার)
গাজীপুরে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতিমা ভা*ঙচুর

ছবি: সংগৃহীত।

গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে পূজার প্রস্তুতির অংশ হিসেবে নির্মাণাধীন ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা। এ উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। প্রতিমাগুলো তখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, রংও করা হয়নি। বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগররা কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় ফিরে এসে তাঁরা দেখতে পান, পাঁচ-ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরুর আগে হওয়ায় এখনো পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরাও নেই। তবে ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে পূজার আয়োজন করা হবে।

অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, ‘বিকেলের দিকে কে বা কারা পূজামন্ডপে ঢুকে ৫-৬টি প্রতিমা ভাঙচুর করেছে এবং বাকি প্রতিমাগুলোও ক্ষতিগ্রস্ত করেছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমরা ধারণা করছি, চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। প্রতিমাগুলোর কাজ এখনো শেষ হয়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সেগুলো মেরামত করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’