প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৫ (মঙ্গলবার)
ফিল্ড রিপোর্টিংয়ের অপ্রকাশিত কাহিনী নিয়ে আসছে ‘নিষিদ্ধ সত্য’

ছবি: সংগৃহীত।

সাংবাদিক এম এম বাদশাহ্ তাঁর নতুন বই ‘নিষিদ্ধ সত্য: মাঠ রিপোর্টিং এর পেছনের গল্প’ প্রকাশ করেছেন। বইটি মূলত পত্রিকা, টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত রিপোর্টের পেছনের অপ্রকাশিত গল্পগুলোকে কেন্দ্র করে লেখা।

বাদশাহ্ বলেন, ‘প্রচলিত সংবাদে অনেক শব্দ, ঘটনা ও অভিজ্ঞতা কখনও প্রকাশ পায় না। কিছু বলা বারণ, কিছু স্ব-সেন্সর হয়, আবার কিছু সমাজ-সংসারের বাস্তবতায় প্রকাশ করা সম্ভব হয় না। এই বইয়ে সেই অপ্রকাশিত কাহিনিগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

বইটিতে একজন ক্রাইম রিপোর্টারের মাঠে কাজ করার সময়কার নানা অজানা ও অপ্রকাশিত ঘটনা সংকলিত। এতে বন্ধুবান্ধবের আড্ডা বা ছোটখাটো আলোচনা থেকে শুরু করে ঘটনাস্থলের নাটকীয় পরিস্থিতি পর্যন্ত সবই পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে।

‘নিষিদ্ধ সত্য’ শুধুমাত্র সাংবাদিকতা ও ফিল্ড রিপোর্টিংয়ের পেছনের গল্প নয়, এটি সমাজের বাস্তবতা ও সংবাদ পেশার চ্যালেঞ্জও পাঠকের সামনে তুলে ধরে।