প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৫ (মঙ্গলবার)
‘রহস্যমানব এনায়েত করিমের ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন কার্যক্রম ফাঁস’

ছবি: সংগৃহীত।

 নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যমানব এনায়েত করিম চৌধুরী রাজধানীর মিন্টো রোড মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার হয়েছেন। তার সহযোগী গোলাম মোস্তফা আজাদও গ্রেফতার হয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এনায়েত ও তার সহযোগীর মাধ্যমে দেশের প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, অন্তত দেড়শ কোটি টাকার বিনিময়ে একজন সচিবকে দুদকের মামলা থেকে বাঁচানোর চুক্তি এবং সরকারি উচ্চ পর্যায়ের তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রেরণের চেষ্টা।

তদন্ত কর্মকর্তারা জানায়, এনায়েত এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। তিনি স্বীকার করেছেন যে, দেশের সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।

রিমান্ড শেষে আদালত এনায়েত করিম চৌধুরী  ও গোলাম মোস্তফা আজাদ কে আরও ৫ দিনের জন্য রিমান্ডে রাখার অনুমোদন দিয়েছেন। এসময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে, যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, এনায়েত ও তার সহযোগীর কার্যক্রম দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিস্বরূপ।