
ছবি: দাসুন শানাকা
এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে শ্রীলংকা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। ফলে ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে, তাদের করতে হবে ১২০ বলে ১৬৯ রান।
টস জিতে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে পঞ্চম ওভারে তাসকিন আহমেদের বলে নিশাঙ্কা আউট হলে শ্রীলংকার উইকেটের পতন শুরু হয়। সেই ওভারে ৮ রান খরচ করে তাসকিন নেন গুরুত্বপূর্ণ উইকেট।
এরপর শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত হানেন শেখ মাহেদী হাসান। তিনি ফেরান ওপেনার কুশাল মেন্ডিস ও কামিল মিশারাকে।
দলীয় ৯৭ রানে কুশাল পেরেরা মোস্তাফিজুর রহমানের শিকার হলে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় চাপে।
তবে মাঝখানে হাল ধরেন দাসুন শানাকা। শুরুতে সতর্ক থাকলেও পরে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। নাসুম আহমেদের এক ওভারেই হাঁকান দুই ছক্কা ও এক চার, তুলে নেন ১৭ রান। এরপর শরীফুল ইসলামের ওভারে হাঁকান টানা দুই ছক্কা। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা।
শানাকার ব্যাটিং তাণ্ডবেই শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ দাঁড় করায় ৭ উইকেটে ১৬৮ রান।
ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচসহ সুপার ফোরে অন্তত দুই ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।
পরবর্তী ম্যাচগুলোতে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।