প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৫ (বুধবার)
বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে ভালো, না দাঁড়ালে অন্য রাজনৈতিক শক্তি দাঁড়াবে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সাময়িকভাবে স্থগিত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বিএনপি যদি আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে না শেখ হাসিনার, আওয়ামী লীগেরও নয়। একমাত্র একটি রাজনৈতিক শক্তি দাঁড়াবে। বিএনপি দাঁড়ালে ভালো, আমি তো আছিই বিএনপিতে।’

সম্প্রতি বেসরকারি গণমাধ্যমের একটি টক শোতে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জামায়াতের দেশবিরোধী কার্যকলাপ নিয়েও বিশদ আলোচনা করেন।

ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে। তারা দেখাতে চেয়েছে, শুধু আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু ইতিহাস বলে, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ একা ৭১% ভোট পেয়েছিল, অন্য দলগুলো পেয়েছিল মাত্র ২৯% ভোট। ১৬২টি আসনের মধ্যে ১৬০ আসন পেয়েছিল আওয়ামী লীগ। তাই তারা বলেছে, আমরা একা করেছি।’

তিনি আরও উল্লেখ করেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ‘জামায়াত বলছে কি বলছে? যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা ভারতের দালাল। টিক্কা খান যখন তিন দিনে ৫ লক্ষ মানুষ হত্যা করল, তখন প্রথম যে তাকে পায়ে ধরে সালাম করল, তা হলো গোলাম আজম। ইতিহাসের ছবিতেও এটা স্পষ্ট।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমার দলের রাজনৈতিক শিষ্টাচার থাকলেও, আমি বলছি, ভুল হতে পারে। যদি আমার বক্তব্য কুরুচিপূর্ণ হত, তাহলে আমাকে আপনার চ্যানেলে ডাকত না।’