প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৬ (বুধবার)
ওএমএস’র আটা নিয়ে গেলেন ডিলারের লোকজন!

ছবি: সংগৃহীত।

সিলেটের বিশ্বনাথে সরকারি ওএমএস’র আটা জনসাধারণের কাছে বিক্রি না করে নিয়ে গেলেন ডিলারের লোকজন!

রোববার (২১ সেপ্টেম্বর) পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে এঘটনাটি ঘটেছে।

তবে আগের দিন মাইকিং করে লোকজনদেরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি। এছাড়াও রহস্যজনক কারনে জানানো হয়নি ট্যাগ অফিসারকেও।

এ নিয়ে ট্যাগ অফিসার ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া আহমেদ এই প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন আগের দিন জানানোর কথা থাকলেও তাকে রোববার বিক্রির দিন সকালে জানানো হয়েছে। কিন্তু এসময় তিনি অফিসের নির্ধারিত দায়িত্ব পালনে মাঠে ছিলেন।

মেসার্স সাবিনা ট্রেডার্সের নামে কালিগঞ্জ বাজারে ডিলারের দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন তালুকদার নামের একজন- এমন অভিযোগ করেছেন আলাপুর গ্রামের দিনমজুর আনফর আলী আয়ফন (৫২)।

তিনি জানান, প্রতিবারের ন্যায় রোববার ছিল সরকারি ভাবে ওএমএস’র আটা বিক্রির তারিখ। আর এই আটা ২৪ টাকা কেজিতে একজন নিতে পারবেন মাত্র ৫ কেজি করে। আর এই আটা ক্রয় করতে ডিলারের কাছে প্রথমে যান আনফর আলী আয়ফনের ছেলে নাইম আহমদ (৯)।

তার ছেলেকে আটা না দেয়ায় পরে তিনি নিজেই যান আটা ক্রয় করতে। কিন্তিু ডিলারের লোকজন লাইনে থাকা মানুষদেরকে রেখেই আটা বিক্রি বন্ধ করে দেন। এসময় প্রায় দেড় বস্তা আটা রয়ে গেলে সেই আটাগুলো নিয়ে যান ডিলারের লোকজন।

এ নিয়ে আনফর আলী আয়ফনের সাথে ওএমএস’র ডিলারের লোকজনের বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে।

জানতে চাইলে মেসার্স সাবিনা ট্রেডার্সের সত্ত্বাধিকারি আবুল হোসেন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।