প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৪ (মঙ্গলবার)
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-পর্তুগালকে  স্বাগত জানাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল-এই চার প্রভাবশালী পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘটনাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। তাই এই স্বীকৃতিকে বাংলাদেশের জন্যও এক ইতিবাচক খবর বলে মনে করা হচ্ছে। তিনি বলেন,

‘আমরা সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে থেকেছি, তাদের সংগ্রামকে সমর্থন করেছি। চার দেশের এই স্বীকৃতি নিঃসন্দেহে ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে এখনও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।’

তিনি আরও জানান, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে দেড়শোর বেশি দেশ ফিলিস্তিনকে সমর্থন জানালো। এটি স্বাধীনতার সংগ্রামে থাকা ফিলিস্তিনিদের জন্য বড় শক্তি।

এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তা হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

এ স্বীকৃতিকে বাংলাদেশের পক্ষ থেকে শান্তি ও ন্যায়ের পথে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।